Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে শোহাদায়ে কারবালা মাহফিলের ১ম দিবসে বক্তারা

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪০ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় সব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে
এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে : রাউজান হলদিয়ায় শুক্রবার ১০দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিলের ১ম দিবসে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল্লামা আবু আহমদ আল আযহারী (ম,জি,আ) বলেছেন রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন ও ধর্ষন আইয়েমে জাহেলীয়াত কে হার মানিয়েছে। তিনি বলেন বর্মার সামরিক জান্তারা মুসলমানদেরকে শুধু হত্যাকরেনি তাদেরকে দেশথেকে পালাতে বাধ্য করেছে। তিনি বলেন বিশ্ব মুসলিম এক না হলে যে কোন মুহুর্তে যেকোন মুসলমান রাষ্ট্রে ইহুদি খ্রিস্টানরা আক্রমন করতে দ্বিদাবোধ করবেনা। তিনি বলেন বার্মার মুসলমানদের উপর এই ধরনের হত্যা নির্যাতন হবে তারা কি আদৌ ভেবেছিল? আমাদেরকেও মনে রাখতে হবে আমরা মুসলমানগন ঐক্য না হলে বর্মার পরিনতি যেকোন মুসলিম দেশে হতে পারে। বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ এস এম বাবরের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সচিব সাংবাদিক এম বেলাল উদ্দিনের পরিচালনায় উদ্ভোধনী বক্তব্য রাখতেগিয়ে গর্জনীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব সৈয়দ আহসান হাবীব (ম,জি,আ) বলেন, কারবালার ময়দানে নরপিশাচ ইয়াজিদ বাহিনী আহলে বায়তে রাসুলের (দঃ) নিষ্পাপ সদস্যদের উপর যে বর্বরতা-নিষ্টুরতা হত্যাযজ্ঞ চলিয়েছে তা ইতিহাসের সকল বর্বরতা নিষ্টুরতাকে ছাড়িয়ে গেছে। কারবালার ফোরাত নদীর পানি কুকুর বিড়াল তথা পশু পাখি পান করার সুযোগ পেলেও পানির জন্য হাহাকার করতে থাকা আহলে বায়তে রাসুলের (দঃ) নিষ্পাপ অবুঝ শিশুদের একফোটা পানি পর্যন্ত পান করতে দেয়নি পাষন্ড ইয়াজিদ বাহীনি ।
উক্ত মাহফিলে বিশেষ বক্তা ছিলেন সৈয়্যদ মুহাম্মদ লুৎফর রহমান। উপস্থিত ছিলেন ফরিদ মাস্টার,মওলানা নেজাম উদ্দিন তৈয়্যবি,নুর মুহাম্মদ সওগাগর,আলহাজ্ব নেজাম উদ্দিন,মুহাম্মদ মাহবুবুল আলম,আলহাজ্ব সোলায়মান চেšধুরী,মওলানা মোজাম্মেল,মওলানা নুরুল আজম,শায়ের ওসমানগনী,মোরশেদ চেšধুরী,সাংবাদিক হাবীব,চবি ছাত্র আবিদ মাহমুদ,মুহাম্মদ ইউছুফ প্রমুখ।পরে মিলাদ ক্বিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ