Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ফ্যান বিস্ফোরণে দগ্ধ ৪

স্টাফ রিপোর্টার, সাভার থেকে | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১:৫৭ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভাড়াটিয়া বাড়িতে প্লাস্টিকের খাঁচা ফ্যান বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া দেওয়ান মার্কেট এলাকায় মোরশেদ মিয়ার ভাড়া দেয়া বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আল মামুন (২২), তার স্ত্রী পারুল বেগম (২০), বেড়াতে আসা খালাতো ভাই মো. আসাদুল (২০) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)।
প্রতিবেশী এক নারী ভাড়াটিয়া জানান, একটি কক্ষে চার জন ঘুমিয়ে ছিলো। গভীর রাতে ওই ঘরে থাকা চলন্ত অবস্থায় একটি প্লাস্টিকের খাঁচা ফ্যান বিকট শব্দে বিস্ফোরণ হয়ে বিদ্যুৎ এর লাইন থেকে ওই ঘরে আগুন ধরে যায়।
আগুনে রুমে থাকা একটি টেলিভিশন পুড়ে যায়। শব্দে ঘরের জানালার কাচ ভেঙ্গে পড়ে। পরে প্রতিবেশীরা নিজস্ব পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় স্থানীয়রা দগ্ধ চার জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ