বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরুচোর সন্দেহে শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
শনিবার ভোররাতে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুলের বাড়ি একই উপজেলার কোমরপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) মনির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মনির জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামনগর গ্রামের স্বপন আলীর দুটি গরু চুরি হয়। ঘটনার পর পরই তা জানাজানি হলে গ্রামবাসী সংগঠিত হয়ে সেই গরু ও চোরকে খুঁজতে বের হয়।
একপর্যায়ে গ্রামের কাটাখালী মাঠের ভিতর এক ব্যক্তিকে দেখতে পায়। তাকে গরুচোর সন্দেহে ধরে গ্রামে নিয়ে আসা হয়। এরপর গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকাল ৭টার দিকে ভালাইপুর এলাকা থেকে চোরাই গরু দুটি উদ্ধার করা হয়।
এসআই আরো জানান, নিহত ওই ব্যক্তির নাম শফিকুল বলে জানা গেছে। তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।