বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অসহায় রোহিঙ্গাদের মাঝে মানবতার সেবায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। এজন্য জমিয়াতের অর্থায়নে নগদ অর্থ বিতরণ টিউবওয়েল স্থাপন ও টয়লেট নির্মাণে অর্থ বরাদ্দ এবং ফ্রি চিকিৎসা টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে৷ মানবতার সেবায় জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে উখিয়ার বালুখালী বাঘঘোনা পাড়ায় রোহিঙ্গা শরণার্থীদের ৩০০ পরিবার, ৩৫ জন হাফেজ, আলেম ও শিক্ষিত ব্যক্তিকে তালিকা করে ১ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়৷ ১০০ টয়লেট ও ১০০ টিউবওয়েলের জন্য অর্থ বরাদ্দ করা হয়৷ এছাড়া ফ্রি চিকিৎসা টিম শনিবার হতে থাইনখালী ও গুমধুমে চিকিৎসা সেবা ও ঔষুধপত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে৷ টেকনাফের শাহপরীর দ্বীপ ও উনচিপ্রাং এলাকায় বিপন্ন রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ ও ত্রিপল বিতরণ করা হয়।
এর আগে কক্সাবজারে মানবতার কল্যাণে মাদরাসা শিক্ষকদের ভূমিকা শীর্ষক এস মতবিনিময় সভায় জমিয়াত মহাসচিব ঘোষণা করেন, জমিয়াতের কেন্দ্রীয় সভাপতি দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন ও মহাসচিব প্রিন্সিপ্যাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজীসহ সকল জেলা জমিয়াত সভাপতিদের সহায়তায় এ কাজ অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, রোহিঙ্গা অসহায় শরণার্থী জনগোষ্ঠীর সাহায্যার্থে ত্রাণ তহবিল গঠন ও বাস্তবায়ন কমিটির মাধ্যমে এ কাজ চলছে৷ অতীতের যেকোনো দুর্যোগকালীন সময়ের মত অসহায় মানবতার পাশে জমিয়াতুল মোদার্রেছীনের এ কাজ অসহায় রোহিঙ্গা মুসলমানদের মাঝেও অব্যাহত থাকবে৷
তিনদিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণকালে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজীর নেতৃত্বে একটি ত্রাণ বিতরণকারী দলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল বয়ান হাশমী, কক্সবাজার জেলা জমিয়ত সভাপতি অধ্যক্ষ কামাল হোসাইন, প্রিন্সিপ্যাল জাফর উল্লাহ নূরী, অধ্যক্ষ ফরিদুল আলম নুরী, ফরিদুল আলম, জমিয়াতের জেলা সেক্রটারী শাহাদাত হোছাইন, সুপার ফখরুল ইসলাম ফারুকী, লিয়াকত আলী ও অন্যান্য সদস্যবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।