Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় ত্রাণ ও পুনর্বাসনে কাজ শুরু করছে সেনাবাহিনী

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩২ এএম

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে কাজ শুরু করেছে সেনাবাহিনী। আজ শনিবার সকাল থেকে তারা কাজ শুরু করে।
নিজ দেশে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের জন্য সরকার উখিয়ায় যে ২ হাজার একর জমি নির্ধারণ করে দিয়েছে সেখানে সেনাবাহিনী তৈরি করবে ১৪ হাজার শেড। এসব শেডের প্রতিটিতে ৬ জন করে ৮৪ হাজার পরিবারকে বসবাসের সুযোগ করে দেওয়া হবে।

শেড নির্মাণের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনায়ও করছে সেনাবাহিনী। জেলা প্রশাসন এতে সমন্বয় করবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, উখিয়ার ৭১ কিলোমিটার জুড়ে বসানো হয়েছে ১২টি চেকপোস্ট। ২২টি মোবাইল টিম কাজ করছে। তারা সাজা দিয়েছে ২১২ দালালকে। আগত রোহিঙ্গারা যাতে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে চেকপোস্টগুলোতে ৫ হাজার ১১৯ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ঢল নামার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারা নানা কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
যেসব ক্যাম্পে যোগাযোগব্যবস্থা দুর্বল সেসব ক্যাম্পে যাতায়াতের জন্য সেনাবাহিনী রাস্তা নির্মাণ ও সংস্কারকাজ করবে। তিনি সব ধরনের ত্রাণ জেলা প্রশাসনের মাধ্যমে প্রদানের জন্য আবারও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে ১২৯ ট্রাক ত্রাণসামগ্রী জেলা প্রশাসকের ত্রাণভাণ্ডারে জমা পড়েছে বলে তথ্য দেওয়া হয়।



 

Show all comments
  • পারভেজ ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১:১৫ পিএম says : 0
    ত্রাণ ও পুনর্বাসনে কাজ সেনাবাহিনী করলে সেটা সুষ্ঠ ও সুন্দরভাবে হবে- এটা আমাদের বিশ্বাস
    Total Reply(0) Reply
  • আজাদ ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১:১৬ পিএম says : 0
    উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে কাজ হাতে নেয়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য মোবারকবাদ।
    Total Reply(0) Reply
  • শরীফ ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১:২০ পিএম says : 0
    সরকার সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেয়ায় সকল মহলই সাধুবাদ জানিয়েছে। এ সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়।
    Total Reply(0) Reply
  • লোকমান ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১:২১ পিএম says : 0
    দেখা গেছে, যেসব কাজে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে, তা অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রশ্নাতীতভাবে সম্পন্ন হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন কাজেই নয়, দেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে এ বাহিনীর সুনাম রয়েছে।
    Total Reply(0) Reply
  • বাদশা ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১:২৬ পিএম says : 0
    রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম ও পুনর্বাসন প্রক্রিয়ায় সেনাবাহিনী নিয়োগ করায় সাধারণ মানুষ আশ্বস্থ হয়েছে।
    Total Reply(0) Reply
  • দিদার সোবহানী ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১:২৭ পিএম says : 0
    আমাদের সেনাবাহিনী দেশ ও জনগণের যে কোনো সেবায় বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সব ধরনের বিতর্কের উর্ধ্বে থেকে দক্ষতা ও যোগ্যতার সাথে কর্ম সম্পাদন করে আসছে। দেশের মানুষেরও এ বাহিনীর উপর অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে।
    Total Reply(0) Reply
  • ইমতিয়াজ ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১:২৮ পিএম says : 0
    এই কাজটি শুরু থেকে তাদের দিলে আরো ভালো হতো।
    Total Reply(0) Reply
  • ফরিদ ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১:৩১ পিএম says : 0
    এ সুযোগ কাজে লাগিয়ে সেনাবাহিনী তার মর্যাদা আরো বৃদ্ধি করবে, এটাই একান্ত প্রত্যাশা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ