Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে চাল ব্যবাসায়ীকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদী জেলা শহরের ব্রাহ্মন্দী নয়াবাজারের চাল ব্যবসায়ী মাইনউদ্দিনকে অপহরণ করা হয়েছে। গত বৃহষ্পতিবার বিকেলে অপহরণকারীরা তাকে নয়াবাজার থেকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। দুই দিনেও থানা পুলিশ অপহরণে মামলা নিচ্ছে না। উদ্ধার করতে সচেষ্ট হচ্ছে না ব্যবসায়ী মাইন উদ্দিনকে । গতকাল শুক্রবার মাইন উদ্দিনের আত্মীয়স্বজন সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছে শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন ব্রাহ্মন্দী নয়াবাজারে দীর্ঘদিন যাবৎ চালের ব্যবসা করছেন। গত বৃহস্পতিবার বিকেলে দু’জন অপহরণকারী তার দোকানে গিয়ে তাকে ডেকে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে মাইন উদ্দিনের মোবাইল থেকে তার স্ত্রী আইরিনের নিকট এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। স্ত্রী আইরিন এই ঘটনা তার আত্মীয় স্বজনকে জানালে রাতেই তার শ্যালক খোকন নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করতে যায়। কিন্তু থানা পুলিশ তাদের কোন পাত্তা দেয়নি। উপরন্তু থানা পুলিশ ঠাট্টা মশ্করা করে ঘটনাটি উড়িয়ে দেয়। এই অবস্থায় তারা বাড়িতে গিয়ে অপহরণকারীদের সাথে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দিতে অপারগতা প্রকাশ করে। এতে অপহরণকারীরা তার নিকট এক লাখ টাকা থেকে ১০ হাজার টাকায় নেমে আসে। তাারা জাানায় ১০ হাজার দিয়ে শুক্রবার বিকেল ৪টার মধ্যে ছেড়ে দেয়ার অঙ্গীকার করে। এ অবস্থায় মাইন উদ্দিনের আত্মীয়রা বাধ্য হয়ে ১০হাজার টাকা মুক্তিপণ দেয়ার পরও অপহরণকারীরা তাকে মুক্তি দিচ্ছে না। এ অবস্থায় মাইন উদ্দিনের আত্মীয় পুণরায় আরেকটি এজাহার নিয়ে গতকাল শুক্রবার বিকেলে থানায় যায়। কিন্তু রাত ৮টা পর্যন্ত পুলিশ তাদের থানায় বসিয়ে রেখেছে। বড় অফিসার আসলে মামলা নিবে বলে জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ