Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ নেতাকে পেটালো আ.লীগ প্রার্থীর সমর্থকরা

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বরগুনা জেলা সংবাদদাতা : বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সবুজের নির্বাচনী প্রচারণায় মাইক ভাড়া দেয়ার অপরাধে বুকাবুনিয়া ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র হাওলাদার টিটুকে (৩০) পিটিয়ে গুরুতর আহত করছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা।
আহত ওই হিন্দু নেতাকে আশংকাজনক অবস্থায় বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠায় কর্তব্যরত চিকিৎসকরা।
জানা গেছে, গত সোমবার রাতে ইউনিয়নের জয়নগর গ্রামে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের মো. সাইদুর রহমান সবুজের নির্বাচনী জনসভায় মাইক ভাড়া দেয় বুকাবুনিয়া বাজারের ব্যবসায়ী বিধান চন্দ্র হাওলাদার টিটু। এতে সরকার দলীয় প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এ ঘটনায় আহত বুকাবুনিয়া হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সম্পাদক টিটু জানান, তার বাজারে ডেকোরেটরের ব্যবসা। সকল প্রার্থীদের কাছে সে মাইক ভাড়া দিবে কিন্তু স্বতন্ত্র প্রার্থীকে কেন মাইক ভাড়া দেয়া হলো এই অপরাধে সরকার দলীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি।
এ ঘটনায় সরকার দলীয় সমর্থক প্রার্থীর ছেলে মো. সুমন বলেন, আমাদের মিটিংয়ের উদ্দেশে ফেরিঘাটে যাওয়ার সময় জয়নগর বাজারে আসলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বাধা দেয়ায় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হয়তো এই হাতাহাতিতে সে আহত হয়।
এ ঘটনায় বামনা থানার অফিসার ইনচার্জ জানান, রিটার্নিং অফিসারের মাধ্যমে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ