Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অনিশ্চিত হয়ে পড়েছে ১৮৭ শিক্ষার্থীর ভবিষ্যৎ

পদ্মা নদীর ভাঙনের কবলে পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : পদ্মা নদীর ভাঙনের কবলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ৮৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মা নদীতে বিলীন হওয়ায় ১শ’ ৮৭ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯৮৪ সালে স্থাপিত ৮৪নং পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অনেকদিন যাবত নানাবিদ সমস্যায় জর্জরিত ছিল। এরই মধ্যে বিদ্যালয়ের ভবনটি পদ্মা নদীর ভাঙনের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় দেড় মাস থেকে পাঠদান বন্ধ আছে। ফলে বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৩ জন শিক্ষার্থীসহ মোট ২শ’ ৮৭ জন শিক্ষার্থীর পড়াশুনা বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের ভবন ভাঙার কাজ চলছে, বিদ্যালয়ে কোন শিক্ষার্থী নেই। কোন শিক্ষকও নেই। বিদ্যালয়ের নৈশপ্রহরী ইসমাইল হোসেন বলেন, বিদ্যালয়ের তিনজন শিক্ষক আছেন। তবে এক মাস থেকে বিদ্যালয়টির পাঠদান বন্ধ থাকায় ও প্রাকৃতিক দূর্যোগের কারণে শিক্ষকরা না আসায় মাঝে মাঝে আমাকে দেখাশুনা করতে হয়। স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, এলাকাটি একদিকে যেমন দূর্গম ও অন্যদিকে ভাঙন কবলিত হওয়ায় কোন শিক্ষকই স্থায়ীভাবে থাকতে চাই না। তিনি আরও জানান, বর্তমানে বিদ্যালয়টি অন্যত্রে সরিয়ে নেয়ার জন্য ভবনটি ভাঙার কাজ চলছে। ফলে শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। যার ফলে বিশেষ করে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। জরুরী ভিত্তিতে এসব শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদুষ্টি প্রয়োজন বলে জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, নদী ভাঙনের কারণে বিদ্যালয়টি অন্যত্রে সরানো হচ্ছে। মূল ভবনটি ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ফলে শিক্ষার কিছুটা বিঘœ ঘটছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে পড়ায় অন্যত্রে সরিয়ে নেয়ার কাজ চলছে। যাতে শিক্ষার্থীদের পাঠদানে কোন সমস্যা না হয়, সেজন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ