রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা পরিষদ সদস্য, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদরের তিনকোণা মোড়ে পাঁচ শতাধিক সমর্থক ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, উপজেলা কৃষকলীগের সাঃ সম্পাদক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাঝিপাড়া গ্রামে নারী সংক্রান্ত ব্যাপারে একটি গ্রাম্য সালিশ বসে। সালিশে পক্ষ বিপক্ষ নিয়ে বাক বিতন্ডতার এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও তার সহযোগীরা আহম্মদ আলী পোদ্দার রতনকে মারপিট করে। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার ভাই তপন পোদ্দার বাদী হয়ে মেহেদী সহ সাত জনকে আসামী করে বুধবার ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।