Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিসংক্রান্ত বিরোধে শিশুসহ আহত ১১

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের মিন্টু ও সাইফুলের মধ্যে পূর্ব শত্রæতার জের ধরে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার বেগুনিয়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মিন্টু ও আহসান আলীর ছেলে সাইফুলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। গতকাল বিকাল ৪টার দিকে সাইফুলের লোকজন বিবাদমান জমিতে মরিচ উঠাতে গেলে মিন্টুর স্ত্রী মিনা বেগম বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিটের ঘটনায় প্রায় এগারজন আহত হয়। স্থানীয়রা আহত মিন্টু, মিনা বেগম, খোদাবক্স, মাজেদুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে এবং সাইফুল, আহসান, রাজিবকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সাইফুলের ভাই আব্দুস সালাম দাবি করেন, মিন্টুসহ তার লোকজন আমাদের বাড়ীতে হামলা করে ব্যাংক থেকে উঠানো পাঁচ লাখ টাকা লুট করে নেয়। তাকে ফালা মেরে মারাত্বকভাবে জখম করা হয়েছে বলে দাবি করেন। এদিকে মিন্টুর ছেলে ওমর ফারুক দাবি করেন, তাদের জমিতে সাইফুল সহ বেশ কয়েকজন মরিচ উঠাতে গেলে তার মা মিনা বেগম বাধা দিলে তারা কয়েকজন মিলে বেধড়ক মারপিট করে এবং জ্ঞান হারিয়ে জমিতে পড়ে থাকে। পরে তারা উদ্ধার করতে গেলে তার বাবা (মিন্টু) শিশু সন্তানসহ বেশ কয়েকজনকে আহত করে। টাকা নেয়ার ঘটনা মিথ্যা, মার ঠেকাতে গিয়ে তারা আঘাত পেয়েছে বলে জানান। এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ