বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন দুর্গা পূজায় ভারত-বাংলাদেশ বিভাজনকারী সীমান্ত নদী ইছামতীতে প্রতিমা বিসর্জন করা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার দেবহাটা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকী বিএসএফ ক্যাম্পের সামনে শুক্রবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বৈঠকটি হয়। এতে বিজিবি ১৭ ব্যাটালিয়নের ইন্টেলিজেন্স অফিসার মেজর আব্দুল্লা-আল-মামুন, পুলিশের কালীগঞ্জ সার্কেলের এএসপি সালাহউদ্দিন, দেবহাটা উপজেলা ইউএনও হাফিজ আল আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, টাউন শ্রীপুর ক্যাম্পের সুবেদার আক্তার হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুবক্কর গাজী, দেবহাটা থানার ওসি আবুল কালাম আজাদ প্রমুখ অংশগ্রহণ করেন।
অপরদিকে, ১৬০ বিএসফের এএসপি অভিজিৎ ব্যানার্জী, ইন্সপেক্টর এম এল মিনা, মনোজ কুমার সিং, টাকী পৌর মেয়র সোমনাথ ব্যানার্জী, হাসনাবাদ থানার ওসি দেবদুলাল মণ্ডলসহ সেদেশের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ বিজিবির এক কর্মকর্তা জানান, বৈঠকে আসন্ন দুর্গার্পজার বিসর্জন নিয়ে আলোচনা হয়। সীমান্ত নদী ইছামতীতে প্রতিবছর ভারত-বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ প্রতিমা বিসর্জন করতে আসেন। দেশ বিভাজনকারী ইছামতী নদীর উভয় পাড়ে লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে। প্রতিবছরের মতো এবারো যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন করা হয় সে লক্ষ্যেই এই পতাকা বৈঠক হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, নৌকা নিয়ে এলোমেলো ভাবে জল সীমানা কেউ যাতে লঙ্ঘন করতে না পারে এবং সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিমা বিসর্জনের কাজ শেষ করা যায় সে বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।