Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বাসচাপায় নিহত ২

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ৪:৪২ পিএম

সুনামগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সদর থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, শুক্রবার দুপুর ১টার দিকে নীলপুর গ্রামে সুনামগঞ্জ-সিলেট সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - ওই গ্রামের আবদুর রহমানের ছেলে বদরুল (১২) ও আমবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী আমেনা বেগম (৪০)।

ওসি শহিদুল্লাহ বলেন, সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বদরুল ও কুদ্দুসকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

আর বাসটি খাদে পড়ে গেলে এর পাঁচ যাত্রী আহত হন জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে উদ্ধারকাজ চালায়।
আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ