Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাল আমদানিতে পলিথিন ব্যাগ ব্যবহারের ঘোষণা পাট শিল্পকে ধ্বংস করার পদক্ষেপ- বিজেএস

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চাল কল মালীকদের সাথে আলোচনাকালে চাল আমদানীতে তিন মাসের জন্য পলিথিন ব্যাগ ব্যবহারের ঘোষণা পাট শিল্পকে ধ্বংস করার একটি পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জুট এসোসিয়েশন নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী এবং সেক্রটারি আব্দুল কাইয়ুম এ মন্তব্য করেন। নেতৃবৃন্দ বলেন, জাতীয় স্বার্থে পাট শিল্পকে টিকিয়ে রাখা প্রয়োজন বিধায় পলিথিন উৎপাদন ও ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা বলবত রাখা প্রয়োজন বলে বিজেএ মনে করে। দীর্ঘদিনের শ্রমলব্ধ কার্যক্রমকে জনস্বার্থে অব্যাহত রাখার জন্য এবং পাট ও পাট শিল্পকে জাতীয় স্বার্থে টিকিয়ে রাখার মানসে গৃহিত উদ্যোগ অবিলম্বে পূণরয় কার্যকর করার আহবান জানান নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ