বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি ঃ মানুষের মস্তিষ্ক এক বিস্ময়ের আধার। আমাদের কাছে এখনো মস্তিষ্ক সম্পর্কে অনেক কিছুই অজানা। মস্তিষ্কের ছোট ছোট সমস্যাও বিরাট হয়ে প্রভাব ফেলে আমাদের সারা শরীরে। মস্তিষ্কের রোগ নিয়ে গবেষণা তাই চলছে অবিরামভাবে। স্ট্রোক, মাইগ্রেন, ব্রেন টিউমার, আরও নানা রোগ। পারকিনসন্স ডিজিজ বিশেষ পরিচিতি পেয়েছে একজন মানুষের কারণে, কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিশ্বজুড়ে এই রোগে ভুগছেন। সংখ্যাটা ইতমধ্যে এক কোটি ছাড়িয়েছে। মস্তিষ্কের প্রাণঘাতী রোগের মধ্যে পারকিনসন্স ডিজিজ রয়েছে দুই নম্বরে। পারকিনসন্স ডিজিজে আক্রান্ত রোগীর চলাফেরার ওপর নিয়ন্ত্রণ কমে যায় আস্তে আস্তে। আরও ভয়ঙ্কর হলো, এই রোগের কোন নিরাময় নেই, কেবল রয়েছে রোগের লক্ষণগুলোকে নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি। এসবের মধ্যে শুরুর পদ্ধতি হল ওষুধ। কিন্তু সবচেয়েপরিচিত ওষুধ, লেপাডোভা থেরাপির রয়েছে দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া। তাই নিউরোলজিস্ট আর নিউরোসার্জনরা এরপরে ঝুঁকেছেন সার্জারির দিকে। পারকিনসন্স ডিজিজ আক্রান্ত রোগীর জন্য সার্জারির প্রক্রিয়া দু’টি- প্রথমটি হল লিজিয়ন থেরাপি, আর দ্বিতীয়টি হল ডিপ ব্রেন স্টিমুলেশন। লিজিয়ন থেরাপি কাজ করে মস্তিষ্কের গভীরে গিয়ে কিছু বাছাই করা কোষ ধ্বংস করার মাধ্যমে। বর্তমানে ইলেকট্রোফিজিকাল টেকনিক আর ইমেজিং টেকনিকের উন্নতির যুগে এই ধরনের সার্জারি আগের চেয়ে অনেক সহজ। কিন্তু পারকিনসন্স ডিজিজের সবচেয়ে আধুনিক চিকিৎসা হল ডিপ ব্রেন স্টিমুলেশন। দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশে এই অত্যাধুনিক পদ্ধতির প্রয়োগ এখনো প্রাথমিক পর্যায়ে - কারণ এর জন্য প্রয়োজন অত্যন্ত সূ² দক্ষতা আর বিশেষায়িত জ্ঞান। যারা সামর্থবান,তারা হয়তো সিঙ্গাপুর, ভারত বা উন্নত দেশে গিয়ে এই চিকিৎসা পান, কিন্তু তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইবিআরও-এপিআরসি বাংলাদেশ এসোসিয়েট স্কুল অফ ট্রান্সলেশনাল নিউরোসায়েন্স এন্ড রিসার্চ, যার মূল খরচ বহন করছে আইবিআরও - ইন্টারন্যাশনাল ব্রেন রিসার্চ অর্গানাইজেশন, বিশ্বের প্রধান ব্রেন গবেষকদের সংস্থা। মোট ১৪ টি লেকচার, ২ টি লাইভ ডেমনস্ট্রেশন, ৩ টি ডিসকাশন, আর ১ টি মিনি কনফারেন্স থাকছে ব্রেন রিসার্চার, সার্জন, আর একাডেমিশিয়ানদের এই মিলনমেলায়। মূল প্রতিপাদ্য থাকছে ডিপ ব্রেন স্টিমুলেশন নিয়ে। বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আসছেন প্রফেসর ডাঃ টিপু আজিজ, পিএইচডি - বিশ্বের শ্রেষ্ঠ নিউরোসার্জনদের মধ্যে একজন, লিজিয়ন থেরাপি আর ডিপ ব্রেন স্টিমুলেশনের ওপর যার রয়েছে ২৫ বছরের অভিজ্ঞতা। এখানে তিনি কাজ করবেন এনআইএনএস, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজের স্বনামধন্য প্রফেসর ও গবেষকদের সাথে। বাংলাদেশে বছরে পারকিনসন্স ডিজিজে মারা যান ১৬০০ মানুষ। এই হার ক্রমবর্ধমান। তাই উন্নত ডিপ ব্রেন স্টিমুলেশন পদ্ধতি এখন সময়ের দাবি। আশা করা যায়, ইন্টারন্যাশনাল ব্রেন রিসার্চ অর্গানাইজেশন আর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই সমন্বিত উদ্যোগ আমাদের জন্য খুলে দেবে সম্ভবনার নতুন দুয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।