Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রে নতুন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে নানা অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে পরিচালক, প্রযোজক ও শিল্পীদের মধ্যে দ্বিধা বিভক্তি চরম আকার ধারণ করেছে। এই বিভক্তির সূত্র ধরেই গঠিত হচ্ছে আরেকটি নতুন সংগঠন। এর নাম দেয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। এ ফোরামে পরিচালক, প্রযোজক, পরিবেশক, শিল্পী, হল মালিক, বুকিং এজেন্ট ও কলাকুশলীসহ চলচ্চিত্রের সকল শাখার লোকজনকে সংগঠিত করা হচ্ছে। এর মূল উদ্যোক্তা প্রযোজনা সংস্থা জাজ মাল্টি মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ জানান, এখন পর্যন্ত ২০০ সদস্য নাম এন্ট্রি করেছেন। এই সংগঠনের সভাপতি করা হয়েছে নাসির উদ্দিন দিলুকে এবং সাধারণ স¤পাদক করা হয়েছে চিত্রপরিচালক কাজী হায়াতকে। আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা সংবাদ সম্মেলন করে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম-এর ঘোষণা দেব। ১৯৩৭ সালে গঠিত ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইমপা)-এর আদলে হতে যাচ্ছে চলচ্চিত্রের নতুন সংগঠনটি। আমরা শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছি। শাকিব খানও আমাদের এই সংগঠনের ভাইটাল পোস্টে থাকবেন। তিনি বলেন, আমরা চাইছি সরকারের অনুমোদন নিয়ে এই সংগঠন করতে। নিবন্ধন করে তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীণ একটি সংগঠন হবে এটি। চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে কাজ করবো আমরা। চলচ্চিত্রের বাইরে যে কোনো শিল্পী-প্রযোজকেরাও এখানে তালিকাভুক্ত হতে পারবেন। জানা গেছে, এই সংগঠনের সঙ্গে থাকছেন ওমর সানি, মৌসুমী, অমিত হাসান, শিবাসানু, কমল পাটেকার, আরিফিন শুভ, নানাশাহ, নাদের চৌধুরী, বিপাশা কবির, মিষ্টি জান্নাত, ববি, বুবলী, জলি, চিত্রপরিচালক জাকির হোসেন রাজু, গাজী মাহবুব ছাড়াও অনেকে। উল্লেখ্য, গত জুনে যৌথ প্রযোজনায় সিনেমা মুক্তির ইস্যুতে দুইভাবে ভাগ হয় চলচ্চিত্রাঙ্গন। সেসময় চলচ্চিত্রের ১৮ সংগঠন নিয়ে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। সেই পরিবারের বাইরে থেকে লাকুশলীরা মিলেই তৈরি করতে যাচ্ছেন চলচ্চিত্র ফোরাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ