Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসকিউরের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

২০১৩ সাল থেকে প্রতিবছর একটি করে অ্যালবাম বের করে যাচ্ছে অবসকিওর। অচিরেই তারা মুক্তি দিতে যাচ্ছে নতুন অ্যালবাম। নাম ঠিক না হওয়া এ অ্যালবামের শেষ মুহূর্তের কাজ চলছে এখন। দলটির প্রধান সাইদ হাসান টিপু জানিয়েছেন, শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে এবারের অ্যালবামে থাকছে আলতাফ শিরোনামের একটি দেশাত্মবোধক গান। সব মিলিয়ে মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে পুরো অ্যালবামটি। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের অমানবিক নির্যাতনের বিরুদ্ধে স্টপ জেনোসাইড শিরোনামের আরেকটি দেশাত্মবোধক গান রাখা হয়েছে এবারের অ্যালবামে। মূল অ্যালবাম প্রকাশের আগে গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করে মুক্তির পরিকল্পনা করেছেন তারা। নতুন অ্যালবামে থাকা আটটি গানের গীতিকার হলেন অমিত গোস্বামী, তানজিল রহমান, মোস্তফা মাহমুদ। অবসকিওরের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে নতুন অ্যালবামটি প্রকাশিত হবে আগামী মাসে। উল্লেখ্য, গত বছর প্রকাশিত হয় অবসকিওরের ১১তম অ্যালবাম ক্র্যাক প্লাটুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ