Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে ফের নতুন করে জমিতে চারা রোপণ

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা
মোঃ মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে : বগুড়ার আদমদীঘিতে চলতি রোপা আমন মৌসুমে বন্যার পানিতে ডুবে প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্থ কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্থ এলাকার কৃষকরা ফের নতুন করে জমিতে চারা রোপন করার কাজ শুরু করছে। এতে ক্ষতিগ্রস্থ জমির মধ্যে অর্ধেক জমিতে চারা রোপন করা হবে এবং অর্ধেক জমিতে আলু, সরিষাসহ শাক সবজির আগাম চাষ করা হবে বলে জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বন্যায় উপজেলার পোঁওতা, বশিপুর, মালশন, পাথরকুটা, ছাতনি, ডেকড়া, তারাপুর, কাজিপুর সান্দিড়া, দমদমা, কদমা, করজবাড়ী, রামপুরা, বাম্নীগ্রাম, উৎরাইল কায়েতপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন হাজার হেক্টর জমির রোপা আমন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ওইসব এলাকার কৃষকরা তাদের ক্ষতি পৃশিয়ে নিতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ফের নতুন করে সুগন্ধীসহ বিভিন্ন জাতের ধানের চারা রোপন করছে। এতে ক্ষতিগ্রস্থ জমির মধ্যে অর্ধেক জমিতে নতুন করে চারা রোপন করা হবে বলে আশা করা হচ্ছে এবং বাঁকী ক্ষতিগ্রস্থ জমিতে আলু সরিষাসহ শাক সবজির আগাম চাষ করার প্রস্ততি নিচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা। উপজেলার কায়েতপাড়া গ্রামের কৃষক শফির আলী বলেন দেশের বেশীর ভাগ এলাকাতে বন্যা হয়েছে। ফলে ধান, চালের মূল্য বৃদ্ধি হয়েছে। পাশাপশি গো-খাদ্যের সংকট সৃষ্টি হয়েছে, দানের ফলনের চিন্তা না করেই শেষ সময় চারা রোপন করছি। অন্তত গোরুর খাবারটা ঘরে আসলে গো-খাদ্যোর সঙ্কট দূর হবে। একই গ্রামের ছাহের আলী বলেন লাজনেই হ্যাঁইলার লাজনেই জাইলার এমন প্রবাদ ব্যাক্য এলাকার অনেকে বলছে। আমার রোপন করা চারা নেই। চরাদামে চারা ক্রয় করে শেষ সময়ে বন্যার পানিতে ডুবে নষ্ট হওয়া জমিতে দ্বিতীয় বার রোপা আমনের চারা রোপন করলাম। উপর পোঁওতা গ্রামের শাজাহান বলেন বন্যার পানিতে ডুবে নষ্ট হওয়া জমিতে আগাম আলু, সরিষার ও সবজি চাষ করার প্রস্ততি নিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ