রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে থানা পুলিশ জুয়ারো, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৭জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের লাল মিয়ার ছেলে হাছেন মিয়া, মৃত মেছের মিয়ার ছেলে রাসেল মিয়া, রতন মিয়ার ছেলে জিয়াউর রহমান, মৃত রূপে মিয়ার ছেলে মোস্তফা মিয়া, তমেজ উদ্দিনের ছেলে রউফ মিয়া, বুড়িহাটি গ্রামের নুরু মিয়ার ছেলে জিকু মিয়া, আন্ধরা গ্রামের আনন্দ রাজবংশী, চায়না বেগম, আছিয়া বেগম, বাবুল মিয়া, ইকবাল হোসেন, ইমন আহমেদ, সৈয়দ হানিফ, রাজীব, আবুল হোসেন, সাত্তার, মোখলেছ ও জীবন আহমেদ। পুলিশ জানায়, পোষ্টকামুরী গ্রামের দক্ষিণপাড়া মোস্তফা মিয়ার ঘরে জুয়ার আসর থেকে নয়জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এছাড়া দুই নারীকে মাদকসহ ও বাকী ছয়জন ওয়ারেন্টভূক্ত আসামিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।