বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ময়লার স্ত‚পের ভেতর থেকে মাকসুদা বেগম (২২) নামে এক স্পিনিং মিলের নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শ্রমিকের ননদ পিয়ারা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। মাকসুদা বেগম কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার ভাটিভরাটিয়া এলাকার গোলাপ মিয়ার মেয়ে। গত ৬ মাস আগে ময়মনসিংহ জেলার মোহনগঞ্জ উপজেলার গাড়াউল এলাকার জানু মিয়ার ছেলে রাব্বানির সঙ্গে মাকসুদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা স্বামী-স্ত্রী রূপগঞ্জ উপজেলার বরাব এলাকার আব্দুর রশিদের বাড়িতে বসবাস করে আসছেন। মাকসুদা বেগম স্থানীয় ফারিয়া স্পিনিং মিলের অপারেটর হিসেবে কাজ করে আসছিলো। আর রাব্বানি রিক্সা চালিয়ে আসছিলেন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে ই আলম সিদ্দীকি জানান, বরাব এলাকার আব্দুর রশিদের বাড়ির পেছনের ময়লার স্ত‚পের ভেতরে একটি লাশ পড়ে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ বিকেল ৪টার দিকে মাকসুদা বেগমের লাশ উদ্ধার করেন। ২/১ দিনের মধ্যে যেকোন সময় দুর্বৃত্তরা মাকসুদা বেগমকে শ^াসরোধে হত্যার পর ময়লার স্তুপের ভেতরে ঢুকিয়ে রাখে বলে পুলিশ ধারনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।