Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিসংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় মামলা

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট পাতাকাটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধা কাজেম আলী (৭৪) বাদী হয়ে ৬জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, ছোট পাতাকাটা গ্রামের মুক্তিযোদ্ধা কাজেম আলীর সাথে একই বাড়ির মৃত নাজেম আলীর পুত্র সোবাহান হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ সোবাহান বিভিন্ন সময়ে ওই মুক্তিযোদ্ধার ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছিল। সোমবার সকালে ওই জমির জরিপ চলাকালে সরেজমিনে সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ারকে জমি ও কাগজপত্র দেখানোর সময় বিবাদীয়রা মুক্তিযোদ্ধার বসত ঘরে পদশীয় অস্ত্রসহ জোরপূর্বক ঢুকে হামলা চলায়। এতে মুক্তিযোদ্ধা ও স্থানীয় ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক কাজেম আলী, স্ত্রী রহিমা বেগম(৬৫) ও তার ছেলে স্থানীয় বিদ্যালয়ের নৈশ প্রহরী রিয়াজ(২৯) গুরুতর আহত হয়। এসময় পুত্র রিয়াজের স্ত্রী লিমা আক্তার(২২) পরিবারের সদস্যদের বাঁচাতে এলে তার পরিধানের কাপড় চোপড় খুলে শ্লীলতাহানী ঘটায় এবং বসতঘরে ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ