Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের ২২ দিনেও সন্ধান মেলেনি প্রবাসীর স্ত্রীর

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া গ্রামের প্রবাসী লোকমান হোসেন (৩৬) এর স্ত্রী সাহিদা সুলতানা ববি (২৫) নিখোঁজের ২২ দিনেও তার খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে লোকমানের বড় ভাই জসিম বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে জানা যায়, সাহিদা সুলতান ববি গত ৩১ আগস্ট সকালে তার একমাত্র ছেলে ওমর (০৪) কে নিয়ে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বসতঘর থেকে বের হয়ে যায়। এরপর কোরবানীর টাকার জন্য খোঁজ করতে গেলে জানা যায়, ববি ওই দিন বাবার বাড়ি যায়নি। এ ব্যাপারে প্রবাসী লোকমানের আত্মীয় স্বজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে চাটখিল থানা জিডি করেন। থানায় অভিযোগ কারী জসিম গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদেরকে জানান, ববি নগদ ১ লাখ ১৩ হাজার টাকা, ৮ ভরি স্বর্নালংকারসহ ঘরের মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ববির মা নাজমা আক্তার মিনু মোবাইল ফোনে সাংবাদিকদেরকে জানান, তার মেয়ে ববি ও তার ছেলে ওমর কোথায় আছে, তা তিনি জানেন না। মামলার তদন্ত কর্মকর্তা চাটখিল থানার এসআই সেলিম মিয়া গতকাল দুপুরে এ প্রতিনিধিকে জানান, গৃহবধু ববি নিখোঁজের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ২০০৯ সনে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের মৃত শহীদ উল্যার মেয়ে সাহিদা সুলতানা ববির সঙ্গে সামাজিক ভাবে লোকমানের বিয়ে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ