Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় সংঘর্ষে আহত ১৩

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জে শাফা নিটওয়্যার নামে একটি তৈরি পোশাক কারখানায় গতকাল সকালে শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন কর্মকর্তা ও শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত ওই কারখানার ভিতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কারখানার কমপ্লাইন কর্মকর্তা মেজবাহ উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষের পর কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। কারখানার পরিচালক আবুল কাসেমের বরাতে একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, কাজে গাফিলতি ও কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করার কারনে ৩/৪ দিন আগে অপারেটর সফিকুলকে কমপ্লাইন কর্মকর্তা মেজবাউল হক ধমক দিয়েছিলেন। এরই জের ধরে গতকাল কারখানায় কাজ শুরু হওয়ার কিছু সময় পর অপারেটর সফিকুল কয়েকজন বহিরাগত সন্ত্রাসীসহ লাঠি নিয়ে এসে কারখানার ভিতরে ঢুকে। এরপর তারা কর্মকর্তা মেজবাউল হকের উপর হামলা চালায়। এতে মেজবাউল হক গুরুতর আহত হন। অন্য কর্মকর্তারা মেজবাউল হককে বাঁচাতে এলে তাদের উপরও লাঠি ও কারখানার কাজে ব্যবহৃত বিভিন্ন স্টীলের পাইপ দিয়ে মারধর করে। এসময় উভয় পক্ষে মারামারি হয়। এতে কয়েকজন আহত হন। কারখানার ভিতরের সিসি ক্যামেরাও বহিরাগতরা ভাংচুর করে। অপারেটর সফিকুলের সাথে কারখানার ১২/১৪ জন শ্রমিকও হামলায় অংশ নেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এরপর পরই কারখানা গতকালের জন্য ছুটি দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। এঘটনায় এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ