Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কের ওপর বিদ্যুতের খুঁটি ঘটছে দুর্ঘটনা

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হারুনুর রশিদ, রায়পুর (ল²ীপুর) থেকে : ল²ীপুরের রায়পুরে চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের ওপর বিদ্যুতের দু’টি খুঁটি থাকার কারণে প্রায় সময় ঘটে ওই স্থানে ছোট-বড় দুর্ঘটনা। রায়পুর-খাসেরহাট-হায়দরগঞ্জ-বাবুহাট ও উদমারা এলাকার উপজেরা ও জেলার শহরে প্রতিদিন যাতায়াতে কয়েক হাজার মানুষ ও যানবাহন চলালক করে। খুঁটি দুইটি সরানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন বলে জানান স্থানীরা। তবে চলতি বছর রাস্তাটি পাশ বাড়িয়ে এই দুটি খুঁটি রেখেই সড়কের কাজ শেষ করা করে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর।
সরজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়কের বাসতলা এলাকার জামে মসজিদের সামনের সড়কের ওপর প্রায় মাঝামাঝি স্থানে একটি বিদ্যুতের খুঁটি ও বেলচা বাজারের আগে হাওলাদারের মোড়ে অপর একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। গত মাসে ওই স্থানে একটি পাইভেটকার ওই খুঁটির বাঁধার মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গাড়ী তুলে দেয়। এতে ঘটস্থালে দোকানে থাকা তিনজন গুরুতর আহত হয়। এছাড়াও রাতের বেলায় যানবাহন যাতায়াতে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করে বলেও জানান চালকরা।
নিয়মিত ওই সড়কের গাড়ী চালক শামিম জানান, কয়েকদিন আগে বিশেষ একটি কাজে রায়পুর শহরের তাড়াহুড়া করে যাবার সময় বাসতলী সামনে খুঁটির সাথে ধাক্কা লেখে অল্পের জন্য তার গাড়িটি রক্ষা পেয়েছে। রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। অনেকই চলাচল করতেও সমস্যা হয়। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আকত্ার হোসেন ভ‚ঁইয়া বলেন, ওই সড়কের কাজের শুরুতেই খুঁটি সরানোর ব্যাপারে বিদ্যুৎ কর্তৃপক্ষে বলা হয়েছে। সরানোর কথা বলে আজও সরানো হয়নি।
রায়পুর উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনালের ম্যানেজার সুদাস চন্দ্র রক্ষিত বলেন, আগে রাস্তাটি ছোট থাকায় ওই খুঁটিগুলো সড়কের পাশে ছিলো। চলতি বছর সড়কের দু’পাশ বড় করায় খুঁটি কিছুটা সড়কের ওপর চলে গেছে। দ্রুত খুঁটি দুইটি ওঠানোর ব্যবস্থা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ