Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোর্ট হাজত থেকে পলাতক আসামি এখনো অধরা

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে কোর্ট হাজত থেকে পালানোর মাদক মামলার আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত বুধবার দুপুর ২টার দিকে আদালতের সকল কার্যক্রম শেষ করার পর কারা ভ্যানে তোলার সময় মাদক বিক্রেতা এনাম আহমদকে (৩৮) পালিয়ে যায়। সে সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সিলেট র‌্যাব-৯ এর একটি দল মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন উপশহর, -ডি বøকের ৩৫ নং রোডের ৪নং বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে ২০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা এনাম আহমদকে গ্রেফতার করে। জানা যায়, এনামকে ইয়াবাসহ গ্রেফতারের পর র‌্যাব থানায় মাদক আইনে মামলা দায়ের করে। গত বুধবার তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। সিলেট কোর্ট হাজতের ইনচার্জ এসআই শফিকুর রহমান জানান, র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা এনাম আহমদকে প্রিজন ভ্যানে তুলার আগেই অগোচরে পালিয়ে যায়। অন্য আসামিদের যখন পুলিশ প্রিজন ভ্যানে তুলছিলো তখন সেসহ আসামীদেরকে হাজতের সামনে দাঁড় করিয়ে রাখে পুলিশ। এই ফাঁকে সে পালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ