বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা : নাম মোফাজ্জল। বয়স ৮৫। ভিক্ষা করে সংসার চালায়। সংসারে ২ নাতী তার বৃদ্ধ স্ত্রী মোর্শেদা। তাদের মধ্যে স্ত্রী অন্ধ, ছোট নাতীর বয়স ৫ বছর তাও পঙ্গু। বড় নাতীর বয়স ৭বছর সে মুক্তবে পড়ে। স্ত্রী অন্ধ হয়েও ৫ ওয়াক্ত নামাজে মগ্ন থাকেন। আমি ঘুম থেকে উঠে নামাজের ওযু করার পানি দিয়ে নিজের নামাজ পড়ে রান্না করি। বুড়ি এবং ওই পঙ্গু নাতীকে নিজের হাতে খাওয়াই। সকাল ৯ টায় ভিক্ষা করতে গ্রামে গ্রামে ছুটে চলি। আর কত বয়ষ হলে কথাগুলো এই প্রতিবেদককে বললেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ঘুরা ৮৫ বছরের বৃদ্ধা তোফাজ্জল হোসেন। নাতী ২টা আপনার কাছে কেন জিজ্ঞাসা করলে প্রতি উত্তরে বলেন, কপাল এতো খারাপ- আমার শুধু ১টি ছেলে ছিল। তখন আমি ছিলাম দৌলতখাঁ উপজেলায়। অনেক জমি ঘর পাকাঁ ছিল। সব নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। ছেলেটি বিয়ে পর ২টি সন্তান জম্মদেয়। তার মধ্যে ১টি পঙ্গু। ছেলেটি ক্যান্সারে মারা যায়। নাতীদেরকে আমার সংসারে রেখে বউ অন্যত্রে বিয়ে করে সংসার চালায়। আমি আজ প্রায় ২৫/৩০বছর চরফ্যাশনের উত্তর মাদ্রাজ ৯নং ওয়ার্ড খাস পুকুর পাড়ে বসবাস করেছি। চেলের বউ কখনো দেখতে আসেনি। আমার স্ত্রীর চোখ সমস্যা হয়ে অন্ধ হয়ে যায়। এখন আমার সংসারে পঙ্গু, অন্ধ ও এক নাতী নিয়ে আমি এ বয়সেও ভিক্ষা করে সংসার চালাছি। বয়স্ক ভাতার জন্য গেলেও মাদ্রাজ চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদার ভয়স্কভাতা আসেনি বলে তাড়িয়ে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ভিক্ষা করতে চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডের বাসিন্দা সংবাদিক এম আমির হোসেনের কাছে কান্না জড়িত কন্ঠে এভাবে প্রতিবেদককে বলেন, আমাগো কেউ নাই। সরকার হুনছি বয়স্কভাতা দেয় আর অহন হসাশি বছর হইছে। অহনও কেই আমাগোরে সাহায্য সহযোগিতা করেনা। তার অকুতি-মিনতি সরকারের কাছে সরকারি সহায়তা পাওয়ার দাবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।