Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিপি সাইফুল কারাগারে উত্তপ্ত বগুড়া : শনিবার হরতাল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৫৫ পিএম

এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে বারংবার কারা নির্যাতিত ও বগুড়ার রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় রাজনৈতিক নেতা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলামকে রাজনৈতিক মামলায় কারাগারে পাঠানোকে ঘিরে উত্তপ্ত হয়েছে উঠেছে বগুড়া। বৃহস্পতিবার দুপুরে ভিপি সাইফুল বগুড়া জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -১ এর বিচারক ইমদাদুল হকের আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে দায়ের কৃত মামলায় জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তা’ বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানোর সাথে সাথেই শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেছে দলের নেতা কর্মিরা। এছাড়াও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে শনিবার অর্ধদিবস হরতাল সহ ৯ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ