Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় আদালত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের তিন সদস্য সাময়িক বরখাস্ত

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ৩:১৮ পিএম

সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের তিন সদস্য হলেন, এটিএসআই আক্তারুল ইসলাম, কনস্টেবল আবুল হোসেন ও আব্দুল আলিম।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, কোর্ট থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে কাঠগড়া থেকে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় আমজাদ হোসেন নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে যায়।

পলাতক আমজাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আগুনপুর গ্রামের বাসিন্দা। সে নিজ স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার আসামি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ