Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তথ্যমন্ত্রীকে জাতীয় প্রেস ক্লাবসহ সব সাংবাদিক সংগঠনে বর্জন ঘোষণা

| প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড গঠন এবং সাংবাদিকদের দাবি-দাওয়া এবং প্রতিশ্রæতি ভঙ্গের জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণের দাবিতে গতকাল সকাল ১১টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আহবানে সাংবাদিক সমাজ দিনব্যাপী অনশন পালন করেন। অনশন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবসহ সারাদেশের সকল সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বর্জন ঘোষণা করা হয়। এ অনশন কর্মসূচিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সহ-সভাপতি শহিদ-উল-আলম, কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল, যুগ্ম মহাসচিব অমীয় ঘটক পুলক, ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজে’র নির্বাহী পরিষদের সদস্য স্বপন দাশ গুপ্ত, নয়ীম নওরোজ, নুরে জান্নাত আক্তার সীমা, ডিইউজে’র নেতৃবৃন্দসহ কয়েক শ’ সাংবাদিক অংশ নেন। বিকেল ৫টার পর প্রবীণ সাংবাদিক কামাল লোহানী ও বাসস’র এমডি আবুল কালাম আজাদ অনশনকারী সাংবাদিক নেতৃবৃন্দকে শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।
এই অনশনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক মহাসচিব প্রবীণ সাংবাদিক নেতা এম শাহজাহান মিয়া, বিএফইউজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজে’র সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীণ সাংবাদিক মৃণাল চক্রবর্তী, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব শাহদাৎ হোসেন শাহ এবং দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য বিলকিস আরা ফয়েজ ও খুলনার ডুমুরিয়ার আইসিটি আইনের ৫৭ ধারায় নির্যাতিত সাংবাদিক আবদুল লতিফ মোড়ল প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ।
অনশন ভাঙানোর সময় কামাল লোহানী বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কোথায় কখন গিয়েছেন, কী করেছেন তা আমরা সবাই জানি। কিন্তু গণমাধ্যমের অভিভাবক হয়ে আজ যা করেছেন বা ওয়েজবোর্ড নিয়ে যা করছেন তা নজিরবিহীন। তিনি অবিলম্বে ওয়েজবোর্ড ঘোষণার আহবান জানান।



 

Show all comments
  • নাম দেয়া যাবে না। ২১ সেপ্টেম্বর, ২০১৭, ৯:৪৬ এএম says : 0
    কোন লাভ নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ