বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : মহানগরীর নৈসর্গিক সৌন্দর্য ফিরিয়ে আনতে দৈত্য-দানবের মত ঘিরে রাখা বিলবোর্ড অপসারণ করে নাগরিকদের প্রত্যাশা পূরণ করেছেন জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হকারদের শৃঙ্খলায় এনে ফুটপাতও উম্মুক্ত করে দেওয়া হবে। বাসযোগ্য মহানগরী গড়তে একে একে সব কিছু করা হবে। গতকাল (বুধবার) চসিকের নির্বাচিত ৫ম পরিষদের ২৬তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মেয়রের বাসভবনে অনুষ্ঠিত সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়্যাল কাউন্সিলরসহ চসিকের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তার অসুস্থতায় যারা সমবেদনাসহ সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেয়র জানান, মিয়ানমারে সংগঠিত জাতিগত নির্যাতনের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া আহত ও রোগাক্রান্ত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে ১২ সদস্যের ১টি চিকিৎসক দল প্রেরণ করা হয়েছে। সেখানে ৫ লাখ টাকার ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে। মেয়র মজলুম রোহিঙ্গাদের জন্য চসিকের কর্মকর্তা, কর্মচারীদের একদিনের বেতনের সমান অর্থ দেওয়ার বিষয়টিও সভাকে অবহিত করেন।
তিনি বলেন, মেয়র পদে দায়িত্ব গ্রহণ করার পূর্বে নগরীর সৌন্দর্য বর্ধনের বিষয়ে নগরবাসীকে দেয়া প্রতিশ্রæতি অনুযায়ী সৌন্দর্য বর্ধনের কাজ, এলইডি লাইটিং, অত্যাধুনিক যাত্রীছাউনি, আধুনিক গণশৌচাগার, অবকাঠামো উন্নয়নসহ নানামুখি উদ্যোগের মাধ্যমে পরিবেশ বান্ধব বাসোপযুগি চট্টগ্রাম গড়ার কার্যক্রম অব্যাহত আছে। বর্জ্য ব্যবস্থাপনায় অনেকটা সফলতা এসেছে। ফুটপাত মুক্ত করা প্রসঙ্গে মেয়র বলেন, এই লক্ষে গঠিত কমিটি কোতোয়ালী এলাকায় হকারদের শৃঙ্খলার বেষ্টনীতে আনার কাজটি প্রায় শেষ করেছে। অন্যান্য এলাকায়ও হকারদের শৃংখলায় নিয়ে আসার কার্যক্রম অব্যাহত আছে। তিনি আশা করেন, হকারদের শৃঙ্খলার মধ্যে এনে নগরবাসীকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।