Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সুন্দরবন ও বাঘ সুরক্ষায় সমন্বয় সভা

| প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : গতকাল বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুশলিন টাইগার পয়েন্টে সুন্দরবন ও বাঘ সুরক্ষায় বিভিন্ন দপ্তরের সমন্বয়ে ভিলেজ টাইগার রেসপন্স টিমের সমন্বয় সভা/১৭ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, র‌্যাব ৬ সুন্দরবন (মুন্সিগঞ্জ) ক্যাম্পের কোম্পানি কমান্ডার ডিএডি মোঃ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরাসহ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, কদমতলা স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন, কৈখালী স্টেশন কর্মকর্তা মিঠু তালুকদার, বেসরকারী সংগঠন লির্ডাসের কর্মকর্তা শাহিন ইসলাম, জোয়ারের নির্বাহী পরিচালক আব্দুর রহমান, ক্রেলের কর্মকর্তা শহিদুল ইসলাম, বনবিভাগ বিভিন্ন স্টেশনের ওসিবৃন্দ, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, কৈখালী ও গাবুরা ইউপির সদস্যবৃন্দ। ওয়াইল্ডটিম খুলনার প্রোগ্রাম অফিসার রুবাইয়েত হাসানের মাল্টিমিডিয়াভিত্তিক উপস্থাপনায় ভিটিআরটির উল্লেখযোগ্য কার্যক্রম প্রদর্শন করা হয়। সভায় ভিটিআরটি টিম লিডারবৃন্দ তাদের কার্যক্রমসহ সাহায়তার বিষয়ে বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ