Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করদাতারা এখন স্বেচ্ছায় কর দিচ্ছেন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

| প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা, কর্মচারীসহ কর কর্মকর্তাদের বন্ধুসুলভ ব্যবহারে করদাতারা স্বেচ্চায় এখন কর দিতে এগিয়ে আসছে। জনসাধারনের করের টাকায় রাস্তাঘাট তৈরি হচ্ছে, মন্ত্রী-এমপিসহ সকল সরকারী কর্মকর্তা- কর্মচারীদের বেতন ভাতা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে কর দাতাদের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে। যা অতিতে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। কর দেয়ার কারনেই ব্যবসায়ীরা সুস্থভাবে ব্যবসা করতে পারেন। কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকা থেকে নবাবগঞ্জ-দোহার পর্যন্ত চার লেনের রাস্তা হচ্ছে। এই রাস্তা নির্মানের জন্য ছয়’শ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। আগামাী বছর থেকে এই রাস্তার নির্মান কাজ শুরু হবে। তিনি গতকাল বুধবার সকালে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় সারা কমিউনিটি সেন্টারে জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৪ এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় রাজ বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ নজিবুর রহমান। কর অঞ্চল-৪ এর কর কমিশনার রাধেশ্যাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন রাজস্ব বোর্ডের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী, মোঃ সিরাজুল ইসলাম সদস্য (লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট), জাতীয় রাজস্ব বোর্ড কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহা পরিচালক মোঃ বেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন উপস্থিত হয়ে আয়কর বিভাগের বিভিন্ন সেবাসমূহ গ্রহণ করেন। অনুষ্ঠানে ১৮০জন নতুন করদাতা নিবন্ধিত হয়ে কর পরিশোধ করেন এবং নতুন করদাতাদের মধ্যে আয়কর সনদ বিতরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ