Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে ভিজিডির ৭৫ মেট্্িরক টন চালসহ ব্যবসায়ী আটক

| প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে সরকারি ভিজিডি’র ৭৫মেট্রিকটন চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। শহরের রেলগেট এলাকার একটি ভাড়াকৃত গুদাম থেকে এ চাল আটক করা হয়। এ সময় রাজ্জাক ট্রেডার্সের মালিক চাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে (৪৪) গ্রেফতার করা হয়।
র‌্যাব-১২’র উপ-পরিচালক মেজর সাফায়াত আহমেদ সুমন গতকাল বুধবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাত ১২টা থেকে ওই গুদামটি ঘিরে রাখে। বুধবার সকালে ওই গুদামে অভিযান চালিয়ে সরকারি ভিজিডি’র ৫০কেজির ১১৯৩ বস্তা ও ৩০ কেজির ৫১৩ বস্তাসহ মোট ৭৫ মেট্রিকটন চাল আটক করা হয়। এ সময় র‌্যাব সদস্যরা চালের মালিক রাজ্জাক ট্রেডার্সের স্বত্ত¡াধিকারী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে। পরে, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ফয়সাল উদ্দিনের উপস্থিতিতে চালসহ গুদামটি সিলগালা করে দেয়া হয়। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা ফয়সাল উদ্দিন জানান, সরকার কর্তৃক দুঃস্থ্যদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি চাল অবৈধভাবে মজুদ করার অপরাধে রাজ্জাক ট্রেডার্সের স্বত্ত¡াধিকারী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ