বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২০টি স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল বুধবার বিমানের সিটের নিচে দুটি প্যাকেটে কালো, হলুদ ও বাদামি রঙের স্কচটেপ দিয়ে সোনার বারগুলো মোড়ানো ছিল। উদ্ধার করা সোনার আনুমানিক বাজার দর এক কোটি টাকা। অধিকতর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াল প্রক্রিয়া চলছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল সকাল আনুমানিক ৭টার দিকে মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০৮৭ এর সিটের নিচে লুকানো অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের আগেই বিশেষ নজরদারিতে রাখে। বিমানটি অবতরণের পরে শুল্ক গোয়েন্দা দল আকস্মিক তল্লাশি চালায়। যে সিটের নিচে স্বর্ণের বার ছিল সেখানে কোনও যাত্রী ছিল না। এই ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।