Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

একটি পরিবারের আর্তনাদ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি

| প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর নাসির উদ্দিন মুন্সী ডাঙ্গী নিবাসী নূর মোহম্মদ মোল্লা ভিটাবাড়ি দখল নেওয়ার জন্য এলাকার ৪ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, নূর মোহম্মদ মোল্লা এলাকার গরীব ও অসহায় কয়েকটি পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের করেন। ভিটেবাড়ি দখল নিতে না পেরে নূর মোহম্মদ এলাকার সেক ইদ্রিস (৩৮), সেক শাহজাহান, পিতা- মৃত. বাছের, মোশারফ মোল্লা (৩৫), পিতা- বারেক মোল্লা, মোস্তফা মোল্লা (৪৫) পিতা- মৃত ইন্তাজ মোল্লাসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
এ মিথ্যা মামলা দায়ের করার জন্য পুলিশের আইজিসহ উর্দ্ধতন কর্মকর্তাদের নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নেওয়ার জন্য এলাকার প্রায় দু’শ’ ব্যক্তির আবেদন করেছেন প্রশাসনের কাছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নূর মোহম্মদ মোল্লার সঙ্গে সেক ইদ্রিস গংয়ের জমিজমা নিয়ে মামলা চলছে। নূর মোহম্মদ মোল্লা জোরপূর্বক ইদ্রিস গংয়ের ভিটা বাড়ি দখল নেওয়ার চেষ্টা করে। সব চেষ্টা ব্যর্থ হয়ে চাঁদাবাজির মামলা করে ২ জনকে গ্রেপ্তার করায়। মামলা তদন্ত না করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত জানান, নূর মোঃ একটি চাঁদাবাজীর মামলা করেছে। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা সত্য না মিথ্যা তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ