Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছে দুই বাংলাদেশী কিশোর

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ৪:১৯ পিএম | আপডেট : ৪:২৫ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০১৭

ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারে সাড়ে তিন বছর আটক থাকার পর ইলিয়াস ও স্বপন রায় নামের দুই বাংলাদেশী কিশোর দেশে ফিরেছে।

বুধবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরদের দেশে ফিরে আনা হয়। কিশোরদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশে ফেরত আসা ইলিয়াস কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালি এলাকার সৈয়দ নুর হোসেনের ছেলে এবং স্বপন রায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ ধুপুরপাটি গ্রামের শ্রী ব্রজনাথ রায়ের ছেলে। তাদের উভয়ের বয়স ১৮ বছর বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এসব কিশোররা কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে সেদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে ভারতের দক্ষিণ দিনাজপুর শিশু শোধনাগারে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ