Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

| প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা: রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলা চেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৯ অক্টোবর ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন। উল্লেখ গত ১৮ মার্চ ভোরে রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা নামক স্থানে র‌্যাবের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার চেষ্টা চালিয়ে নিহত হয়েছে এক মোটরসাইকেল আরোহী। শনিবার ভোর ৪টায় র‌্যাবের একটি চেকপোস্ট থেকে একটি মোটরসাইকেলে করে এসে হামলার চেষ্টা করা তিনি। এ সময় সেখানে থাকা র‌্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন ২ র‌্যাব সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে পাঁচবার তদন্ত প্রতিবেদন পেছাল। ঘটনার রাতেই র‌্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক কাজী হাসানুজ্জামান নিহত ব্যক্তিসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ