Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফজলে করিম এমপির নেতৃত্বে

| প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাউজান থেকে যাচ্ছে দুই কোটি টাকার ত্রাণসামগ্রী
এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে : অসহায় রোহিঙ্গাদের জন্য স্বরণ কালের সেরা ত্রাণ নিয়ে যাচ্ছেন রেলপথ মন্ত্রনালয় সংসদীয় কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রামের রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। আজ বুধবার বেলা ১টায় রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের ৫টি পয়েন্টে এসব ত্রাণ অসহায়দের মাঝে বিতরণ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বেলা ২টায় সদরস্থ একেএম ফজলুল কবির চৌধুরী অডোটেরিয়াম সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি সাংবাদিকদের জানান, কোন রোহিঙ্গা না খেয়ে থাকবে না, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা রাউজান থেকে প্রায় ২ কোটি টাকার ত্রাণ সামগ্রী রোহিঙ্গাদের মাঝে বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ইন-শা আল্লাহ আজ বুধবার বেলা ১টায় রোহিঙ্গাদের মাঝে এসব ত্রাণ বিতরণের আশা রাখছি। তিনি আরো বলেন এক লাখ ৫০ হাজার কেজি চাউল (১৫০ টন), দুই লাখ ওরাস্যালাইন, দেড় লাখ প্যারাসিটেমল, ১১ লাখ বিস্কিট, ৩০ হাজার চা পাতার প্যাকেট, ২৪ হাজার গøুকোজ, ১৮ হাজার ৬শ’ ৪টি পানির বোতল, ১২ হাজার গুঁড়ো দুধের প্যাকেট, ১২ হাজার সাবান, ১২ হাজার দাঁতের মাজন, ৬ হাজার নতুন কাপড়, ১ হাজার ২৮ পিস বালতি, ১ হাজার ২৮ পিস মগ, ১ হাজার ২৮টি মশারী, ১ হাজার ত্রিপল, ১২শ’ ৫০টি প্লেট ও হাড়ি পাতিল, গøাস, চামচসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী অসহায় রোহিঙ্গাদের হাতে প্রদান করা হবে। স্বরণকালের বৃহত্তম ত্রাণ বিতরণে দেশের মধ্যে রাউজানবাসী রেকর্ড গড়বে বলে জানান ত্রাণসেলের প্রধান সমন্বয়কারী রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন। তিনি বলেন, এর আগে গত জুলাই মাসে এক ঘন্টায় সাড়ে চার লাখ ফলদ চারা রোপণ করে রাউজানের চিত্র বিশ্বের কাছে ফুটে উটেছে। ত্রাণ সমন্বয়ক রাউজান পৌর কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ জানান, এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী ঐক্যবদ্ধ হয়ে গত এক সপ্তাহ যাবত রোহিঙ্গা অসহায়দের জন্য আর্থিক, শারীরিক, মানষিক সহযোগিতার হাত প্রসারিত করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ