Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

| প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : এগার বছর বয়সের শিশুকে গাছ থেকে ডেউয়া ফল পেরে দেওয়ার কথা বলে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেয় আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসলে উদ্দিন এ রায় দেন।
শিশু আদালতের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু জানায়, ২০১৪ সালের ১১ জুন জেলার নালিতাবাড়ি উপজেলার বাইটকামারি গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মো. মেইলা (১৮) একই গ্রামের হেলাল উদ্দিনের ১১ বছর বয়সের শিশু কন্যাকে গাছ থেকে ডেউয়া ফল পেরে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে তাকে জের পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় ওই শিশু কন্যা কান্নাকাটি করে বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ