বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সেনাবাহিনীর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী প্রেরণ অব্যাহত রয়েছে। গতকাল (মঙ্গলবার) ৫টি কাভার্ড ভ্যানযোগে প্রায় ৪০ মেট্রিক টন ত্রাণসামগ্রী চট্টগ্রাম থেকে কক্সবাজার পাঠানো হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। সেনাবাহিনীর তত্ত¡াবধানে এসব ত্রাণসামগ্রী কক্সবাজারের ওয়্যার হাউসে পৌঁছে দেয়া হয়। সেখান থেকে পর্যায়ক্রমে এসব ত্রাণ রোহিঙ্গা ক্যাম্পে বিতরণ করা হবে। বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণসামগ্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে খালাস করা হয়। এরপর এসব ত্রাণ কক্সবাজার পাঠিয়ে দেয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫টি দেশ থেকে আড়াইশ মেট্রিক টনের বেশি ত্রাণসামগ্রী এসেছে। আরও বেশকিছু ত্রাণসামগ্রী খুব শিগগির এসে পৌঁছবে। মিয়ানমারে সেনাবাহিনীর নিষ্ঠুর অভিযানে গণহত্যার মুখে কক্সবাজার ও বান্দরবানে ৪ লাখের বেশি রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।