Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক যোগাযোগের অপব্যবহার রোধে আলোচনা সভা

| প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : অপ্রাপ্ত বয়স্ক ও স্কুলগামি ছাত্র-ছাত্রীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও ইন্টারনেটের অপব্যাবহার রোধে আলোচনাসভা অনষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে কামরাঙ্গিরচরের আল-হেড়া কমিউনিটি সেন্টারে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কামরাঙ্গিরচরের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান। আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, কর অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম আনসারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (লালবাগ) মোহাম্মদ নাজির আহমেদ খান, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সালাহ উদ্দিন, কামরাঙ্গরচর থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির, কামরাঙ্গিরচর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন সরকার প্রমুখ। অনুষ্ঠানে কামরাঙ্গিরচরের বিভিন্ন মসজিদের ইমাম, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অপ্রপ্ত বয়স্ক স্কুলগামি ছাত্র-ছাত্রীদের ফেসবুক ও ইন্টারনেটের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ