Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়ার মেঘনায় নৌকাডুবিতে নিহত ৪

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ৫:৫৬ পিএম

হাতিয়ার মেঘনায় মাছ ধরার নৌকা ডুবে ৪ জেলে নিহত হয়েছে । পরে স্থানীয় জনগণ ৪ জনের মৃতদেহ উদ্ধার করে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জনতার ঘাট এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলো, হাতিয়া নলেরচর আদর্শ গ্রামের রাশেদ (২৫), কামরুল (১৮), স্বপন (১২) ও রকি (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে মেঘনা নদীতে মাছ ধরার পর জনতার ঘাট এলাকায় নৌকাটি নোঙ্গর করে ঘুমিয়ে পড়ে ৬ জেলে। ভোরের দিকে জোয়ারে ও ঢেউয়ের তোড়ে ঘাটের পন্টুনের সাথে ধাক্কা লেগে নৌকার নিছের তলদেশ ফেটে ডুবে যায়। এসময় দুই জেলে নিরাপদে তীরে উঠে আসতে পারলেও বাকী ৪ জন জেলে নিখোঁজ ছিল। পরে সকাল ১০টার দিকে জনতারঘাট এলাকার মেঘনা নদী থেকে তাদের ভাসমান মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জনগণ।

হাতিয়া থানার ওসি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ