Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ২:১৪ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জিহাদ মোল্লা (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার ভাই সুজন মোল্লাকেও কুপিয়ে আহত করা হয়।

মঙ্গলবার সকালে কাশিয়ানী উপজেলার চর-জাজিরা গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ মোল্লা চর-জাজিরা গ্রামের লোকমান মোল্লা ওরফে রুকু মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলীনুল হোসেন জানান, সম্প্রতি চর-জাজিরা গ্রামের শওকত মোল্লা ও কবির মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় কবির মোল্লার সমর্থকরা শওকত মোল্লার সমর্থকদের বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করে।

মঙ্গলবার সকালে শওকত মোল্লার দায়ের করা মামলায় কবির মোল্লার সমর্থক জিহাদ মোল্লা ও তার ভাই সুজন মোল্লা আদালতে হাজিরা দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হন। বাড়ি থেকে কিছু দূর গেলে প্রতিপক্ষের লোকজন জিহাদ মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার ভাই সুজন মোল্লাকেও কুপিয়ে আহত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ