বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভারের আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপির ) মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের ট্রেনিং পরিদর্শন করেছে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী।
মঙ্গলবার সকালে তিনি সিআরপিতে আসলে তাকে স্বাগত জানান সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।
এসময় ব্রিটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী বলেন, সিআরপি একটি সেবামুলক সংস্থা তাই সিআরপির পাশে ব্রিটিশ সরকার থাকবে।
এছাড়া তিনি সাভারে ধসে পড়া রানা প্লাজা নিয়ে বলেন, ধসে পড়ার পরে রানা প্লাজার বেঁচে যাওয়া এক শ্রমিকের সাথে আমি কথা বলেছি, আমি মনে করি এটা কোন দুর্ঘটনা ছিলো না। এটাকে প্রতিরোধ করা সম্ভব ছিলো। এছাড়া বর্তমান সরকার শ্রমিকদের জন্য এবং কারখানার পরিবেশ উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করায় তিনি সন্তুষ্ট প্রকাশ করেন।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বলেন, আমি ইতিপূর্বে সিআরপি পরিদর্শন করেছি, তাদের কার্যক্রম দেখে অনেক খুশি এবং আমাদের যুক্তরাজ্যের সংস্থা ডিফিট থেকে সিআরপিকে সহায়তা করা হচ্ছে।
পরিদর্শন শেষে এসময় ব্রিটিশ এমপি ও হাইকমিশনার সিআরপিতে দুটি পাহাড়ি কাঞ্চন ফুলের গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকসহ আরো অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।