Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে বখাটের কারাদন্ড

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা : কমলগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টায় সদর উপজেলার আহমদ ইকবাল মেমোরিয়াল হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী স্কুলে আসার সময় সরইবাড়ী করিম বাজার নামক স্থানে একই এলাকার হাসন মিয়ার পুত্র মোঃ সামাদ মিয়া (৩০) স্কুল ছাত্রীর গতিরোধ করে শ্লীলতা হানির চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে স্কুলে নিয়ে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। এরপর সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই বখাটে যুুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সম্পৃক্ত ছিলেন এস আই কৃষ্ণ মোহন নাথসহ থানা পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ