Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নরসিংদীতে আইডিইবি’র মানববন্ধন

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : প্লানভিউ ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্যাল্টিং ফার্ম, নরসিংদীর সহকারী প্রকৌশলী, ইঞ্জিনিয়ার আল-আমিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), নরসিংদী জেলা শাখা। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাকাল স্থায়ী এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেছেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর এলাহী, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মুশফিকুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, জেলা এলজিডি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক সরকার, নরসিংদী কনসালটেন্ট ফার্ম এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক, নিহতের বাবা নাজিম উদ্দিন ও মামা প্লানভিউ ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্যাল্টিং ফার্ম’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনের সাথে একত্বতা প্রকাশ করেন, নরসিংদী পলিটেকনিক একাডেমী, নরসিংদী সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, অরবিট ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, রিসোর্স গ্রæপ অব ইনস্টিটিউশন, নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, গত ১৬ আগস্ট ইঞ্জিনিয়ার আল আমিন নরসিংদী প্লানভিউ অফিস থেকে মোটরসাইকেলযোগে বাড়ী যাবার পথে বেলাব উপজেলার খাইল্যাবন্দ নামক স্থানে পৌছলে দুস্কৃতকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ