Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কমবে পণ্যজট ও যানজট

বেনাপোল স্থলবন্দরে ৪ কোটি টাকার আধুনিক ক্রেনের যাত্রা

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : আমদানি রফতানি বাণিজ্যে পণ্যজট ও যানজট কমাতে বেনাপোল স্থলবন্দরে ৪ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ক্রেনে মালামাল ওঠানামার কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার দোয়ার অনুষ্ঠান ও ফিতা কেটে ক্রেনটির উদ্ভোধন করেন বেনাপোল স্থলবন্দর পরিচালক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপ পরিচালক(প্রশাসন)রেজাউল করিম,সহকারি পরিচালক মেহেদী হাসান,সিবিআই নেতা মনির হোসেন, সিস লজিষ্টিত লি: ইকুপমেন্ট পরিচালক হাফিজুর রহমান,প্রমুখ। এ সময় আমিনুল ইসলাম বলেন, বেনাপোল স্থল পথে বেড়েছে আমদানি রফতানি বাণিজ্য। বন্দরে ৬টি ছোট বড় ক্রেন ও ৭টি ফরকলিফ্ট দিয়ে চলছিল পণ্য লোড আনলোডিংয়ের কাজ। অনেক ভারী পণ্য লোডিংয়ে বড় ধরনের সমস্যা ছিল। এ অবস্থায় ৩৫টন পণ্য বহনে সক্ষম ক্রেনটি দিয়ে প্রতিদিন ২হাজার মে: টন পণ্য হ্যান্ডলিংয়ের কাজ করা যাবে। ফলে কমবে পণ্যজটসহ যানজট। এটি আধুনিক ও নতুন সংযোজন বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ