প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চারমাত্রিক সাংস্কৃতিক চর্চা’র শুভ সূচনা হলো সম্প্রতি। বেঁচে থাকি হাজার বছর-এই শ্লোগান সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বটগাছের চারা রোপন করে প্রদীপ জ্বালিয়ে ও শপথ বাক্যপাঠের মধ্য দিয়ে শুভ সূচনা হলো চারমাত্রিক সাংস্কৃতিক চর্চা। বাংলাদেশকে ১৯টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে ব্রাকুচা অর্থাৎ ব্রাহ্মনবাড়িয়া-কুমিল্লা-চাঁদপুর অঞ্চলের চাঁদপুরের সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পেলেন উপস্থাপক ও অভিনেতা শফিউল আলম বাবু। এ প্রসঙ্গে বাবু জানান, চারমাত্রিক সাংস্কৃতিক চর্চা’র মূল যে চারটি লক্ষ্য জেলা-গ্রাম পর্যন্ত তা হচ্ছে ১. বিশুদ্ধ আঞ্চলিক ও বিশুদ্ধ প্রমিত বাংলা উচ্চারন ও প্রয়োগ ২. মুক্তিযুদ্ধভিত্তিক শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা এবং প্রয়োগ ৩. বটমূল কেন্দ্রিক সংস্কৃতি চর্চা ও ১লা বৈশাখ বা বৈসাবি উদযাপন ৪. চলচ্চিত্র জ্ঞান ও সুস্থধারার চলচ্চিত্র প্রদর্শনীতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাব। এদেশের প্রতিটি মানুষ সংস্কৃতি মননশীল, তাদের ভেতরের সুপ্ত সংস্কৃতিকে জাগ্রত করতে পারলেই হাজার বছর বেঁচে থাকবে চারমাত্রিক সাংস্কৃতিক চর্চা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।