Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই ওয়া¹া ইউপির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই ৫নং ইউপি ওয়া¹া ইউনিয়ন পরিষদের সর্বস্থরের জনসাধারনে অংশ গ্রহণের মধ্যে দিয়ে গতকাল ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়। ২০১৭-২০১৮ সনের বাজেট পেশ করেন ইউপি সচিব জামাল উদ্দিন। এবারের বাজেট ধরা হয় ৬০লাখ ৯৭হাজার ১৬২টাকা। উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। ইউপি সদস্য মাহŸুব আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য অংচাইপ্রন্ড মারমা। বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, খ্যাইসাঅং মারমা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি দিপ্তীময় তালুকদার, সাংবদিক করিব হোসেন, তথ্য অফিসার মোহাম্মাদ হারুন, প্রধান শিক্ষক সুবিমল তংচঙ্গ্যা, ইউপি সদস্য অমল দেসহ প্রমুখ। এসময় সকল ইউপি সদস্য, কার্বারী, ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, এ ইউনিয়নে আরো বেশি পরিমান বাজেট বাড়ানোর জন্য উন্নয়ন খাত বাহির করতে হবে। তাহলে এলাকার উন্নয়ন হবে। উল্লেখ্য ইতোমধ্যে কাপ্তাই উপজেলার আরো চারটি ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্টিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ