রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো ঃ সৈকত (২২) নামের পিকআপ হেলার নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গাংরা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত পাশ^বর্তী সদর দক্ষিন থানার খিলপাড়া গ্রামের মালেক মিয়ার পুত্র। চৌদ্দগ্রাম থানার এসআই ফজলু জানান, গভীর রাতে চট্রগ্রামগামী পিকআপ গাড়িটি সামনে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দিলে পিকআপের হেলপার সৈকত গুরুতরভাবে আহত হয়। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়।
চুরির ঘটনার ২ আসামি আটক
চৌদ্দগ্রামে বিকাশ দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত দুই আসামীকে পাশবর্তী লাকসাম উপজেলা থেকে আটক করা হয়েছে। গত রবিবার রাতে চৌদ্দগ্রাম থানার এসআই মিন্টু দত্তের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, লাকসাম উপজেলার অশ^তলা গ্রামের অমর চন্দ্র দের ছেলে উজ্জল চন্দ্র দে (৩২) ও একই এলাকার মৃত আলী আকবরের ছেলে শামছুল হক প্রকাশ সামু (৪৬)। গতকাল সোমবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামীদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য গত ১১ আগস্ট দুপুরে উপজেলার কাশিনগর বাজারের জহির টেলিকম এন্ড মোবাইল ব্যাংকিং নামক দোকানের তালা ভেঙ্গে ৪,৭,০০০ টাকা নিয়ে যায় চোরচক্র। যা দোকানে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় এফ আই আর মামলা দায়ের হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।