বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে পাথর বোঝাই ২ ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে।
সোমবার রাত সোয়া ১ টার দিকে মহাসড়কের ধলাগাছ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ‘মারুফ’ নামের পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০৮৭৯) বিকল হয়ে পড়লে মহাসড়কে দাঁড় করিয়ে ট্রাকের চালক ও তার সহকারী যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছিল। ঔ সময় অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৮৮৩৩) পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়।
দাঁড়িয়ে থাকা ট্রাকটির নিহত চালক ও হেল্পার নীলফামারী জেলার ডিমলা উপজেলার দুলাল হোসেন (৪০) ও আতিকুল ইসলাম (২৭)। অপর ট্রাকটির নিহত হেল্পার বাবুর (২৮) বাড়ি গাইবান্ধা সদরে বলে জানা গেছে। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, নিহতদের পরিচয় মিলেছে। তাদের পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।